জুন ২, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
চারপাশ শিরোনাম

বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নতুনপাড়া সড়কে সাউ প্রু মারমাকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি- হত্যাকাণ্ডের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির এ বিষয়ে বলেন, গুলি করে সাবেক এক মেম্বারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Similar Posts

error: Content is protected !!