নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাজু (২০) ও নাহিদ (১৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
১৫ নভেম্বর, রোববার রাত ৮টার দিকে উপজেলার বড় পুলের মোড়ে জাহাজমারা-মোক্তারিয়া ঘাট সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি জানিয়েছেন।
নিহত রাজু উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং নাহিদ কামাল উদ্দিনের ছেলে।
ওসি বলেন, দুই বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে খেজুর গাছে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নাহিদ মারা যান। রাজুকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. আবুল খায়ের জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে