জুন ৩, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
চারপাশ শিরোনাম

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম কারাগারে

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো।

গত বুধবার নেত্রকোনায় রফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এর আগে গত ২৫ মার্চ নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাকে আসামি করা হয়নি।

Similar Posts

error: Content is protected !!