জুন ২, ২০২৩ ১:৪৬ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
চারপাশ শিরোনাম

আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

রোববার সকাল থেকে দফায় দফায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারের সন্নিকটে সাইফুন ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

সকালে জাসদ সমর্থিত বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের সর্মথকরা। আহত হন উভয় পক্ষের ১০ জন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Similar Posts

error: Content is protected !!