জুন ২, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
চারপাশ শিরোনাম

বৃষ্টির জন্য মাঠে নামাজ আদায়

অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে কুষ্টিয়ার কুমারখালীতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন গ্রামের কয়েকশ মানুষ। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টির জন্য উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাঠে দুই রাকাত ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়।

বিশেষ এ নামাজে ওই গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। সোমবার (১৯ এপ্রিল) সকালে একই জায়গায় ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছিলো। বৃষ্টির অভাবে কুষ্টিয়ার মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নদী ও খালের পানি তলানিতে ঠেকেছে। অনেকদিন বৃষ্টি না হওয়ায় আল্লাহর উদ্দেশ্যে বিশেষ নামাজ আদায় করেছেন তারা। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী।

তিনি বলেন, কুষ্টিয়ায় কয়েক মাস ধরে বৃষ্টি হয় না। তাই আমরা গত সোমবার সকালে নামাজ আদায় করে দোয়া করেছিলাম। বৃষ্টি না হওয়ায় তাপদাহে দেশের মানুষের কষ্ট হচ্ছে। এরকম পরিস্থিতিতে আল্লাহর দরবারে পানির জন্য প্রার্থনা করে দোয়া করা সুন্নত। তাই আবারও এই নামাজের আয়োজন করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!