জুন ৪, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
চারপাশ শিরোনাম

রামগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাইবোনের

খাগড়াছড়ির রামগড়ে পুকুরে ডুবে জুনায়েদ হোসেন (৪) ও মাহিরা বিনতে মিতা (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগড়ের ফেনীরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-রামগড়ের ফেনীরকুল এলাকার বাসিন্দা মো. আবু তাহেরের ছেলে জোনায়েদ হোসেন (৪) ও একই এলাকার মো. আবু তৈয়বের মেয়ে মাহিরা বিনতে মিতা (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাইবোন।

নিহত মাহিরা বিনতে মিতার বাবা মো. আবু তৈয়ব জানান, দুই শিশু বিকেলে খেলতে যায়। তবে সূর্য ডুবে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় বাড়ির আশপাশে খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাইবোনের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগড় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!