মে ২৯, ২০২৩ ৩:২৮ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
বিনোদন শিরোনাম

শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

১৩ নভেম্বর, শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আফসানা মিমি ও সৈয়দা মাহবুবা করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফসানা মিমি। তিনি বলেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷

উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

Similar Posts

error: Content is protected !!