জুন ২, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
বিনোদন শিরোনাম

‘বঙ্গবন্ধু’ সিনেমায় যুক্ত হলেন রিয়াজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং চলছে এখন মুম্বাইতে। ছবিটিতে এরইমধ্যে অংশ নিয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, দিঘী প্রমুখ। এই ছবির তাজউদ্দীন আহমদ চরিত্রে অভিনয়ের কথা ছিলো চিত্রনায়ক ফেরদৌসের।

তবে এবার জানা গেল তিনি থাকছেন না। এই চরিত্রে এখন অভিনয় করবেন চিত্রনায়ক রিয়াজ। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।

তিনি বলেন, ‘ফেরদৌসের পরিবর্তে এ চরিত্রে রিয়াজকে নেয়া হয়েছে। কিছু টেকনিক্যাল কারণ ছিলো এই পরিবর্তনের। এরইমধ্যে মুম্বাই গিয়ে সিনেমার প্রথম লটের শুটিংও করেছেন রিয়াজ। বাংলাদেশে যখন বাকি অংশের শুটিং হবে সেখানেও যোগ দেবেন তিনি।’

ধারণা করা হচ্ছে, ভারত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ফেরদৌসের। তিনি দেশটিতে কালো তালিকা ভূক্ত। সেজন্যই মুম্বাইয়ে গিয়ে তার পক্ষে শুটিং করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার টিম থেকে তিনি বাদ পড়লেন। আর সেখানে যোগ দিলেন রিয়াজ।

Similar Posts

error: Content is protected !!