৮ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে প্রথমবার পড়শীর সঙ্গে জুটি বেঁধে গান ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। ‘জনম জনম’ শিরোনামের সেই গানটি সুপারহিট তকমা পায়। দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। এরপর ২০১৯ সালে ‘আবদার’ গান দিয়েও ভালোবাসায় সিক্ত হন। সেই ধারবাহিকতায় আবারও জুটি বেঁধে আসছেন তারা।
গানের শিরোনাম ‘এক দেখায়’। স্নেহাশীষ ঘোষের কথায় পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা। সম্প্রতি ঢাকার অদূরে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে এর ভিডিও চিত্রায়ন সম্পন্ন হয়েছে। জানা যায়, আগামী ৫ মে গান ভিডিওটি ইউটিউবে অবমুক্ত হবে।
ইমরান মাহমুদুল বলেন, ‘১০ বছরের ক্যারিয়ারে দু’জনের অডিও গানের সংখ্যা অনেক হলেও ভিডিও হয়েছে মাত্র দুটি। আবারও দর্শকরা আমাদের রসায়ন দেখতে পাবেন। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
তিনি আরও বলেন, আমাদের দুজনের আগের দুটি গান হিট তকমা পেয়েছে। শ্রোতাদর্শকরা সেগুল পছন্দ করেছে। তারই ধারাবাহিকতায় একদম নতুন আঙ্গিকে নতুনভাবে হাজির হতে যাচ্ছি আমরা। দর্শকরা নতুন কিছুই দেখতে পাবেন এখানে। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
পড়শী বলেন, ‘অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি সবার ভালো লাগবে।’