জুন ২, ২০২৩ ১:৫০ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
বিনোদন শিরোনাম

নতুন সিনেমায় দেখা যাবে আরিফিন শুভকে

নতুন মিশনে নামছেন প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সে মিশনে তার তুরুপের তাস জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আরিফিন শুভ৷ অর্থাৎ রাফির নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ঢাকাই সিনেমার এই ‘মাসলম্যান’কে৷ পাশাপাশি সঞ্জয় সমাদ্দার নামে এক নতুন নির্মাতার সিনেমাতেও দেখা যাবে শুভকে। এ সিনেমায় শুভ’র সঙ্গে দেখা যেতে পারে নন্দিত অভিনেতা মোশাররফ করিমকেও।

এ ব্যাপারে পরিচালক রায়হান রাফি, সঞ্জয় সমাদ্দার দুজনেই নিরব রয়েছেন। নায়ক শুভ-ও নতুন ছবিগুলোর ব্যাপারে মুখ খুলছেন না৷

বর্তমানে ‘মিশন এক্সট্রিম’ নামে একটি সিনেমার দুটি সিক্যুয়েল মুক্তির অপেক্ষায় আছে শুভ’র। এছাড়াও তিনি কাজ করছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে হাজির হবেন শুভ।

নির্মাতা রায়হান রাফি ‘পোড়ামন ২’ দিয়ে তিনি অভিষিক্ত হন৷ এরপর নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘দহন’সহ বেশ কিছু সিনেমায়৷

Similar Posts

error: Content is protected !!