করোনায় আক্রান্ত হয়ে বেশ অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়ক আলমগীর। অবশেষে চিকিৎসা শেষে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এ নায়ক। এমন তথ্য নিশ্চিত করেন আলমগীরের সহধর্মিণী ও কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।
ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়ে রুনা লায়লা লিখেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি অসীম ও অপরিসীম কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাই যে আলমগীর সাহেব হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। এখন তিনি বাসায় ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ।
সেইসাথে আরও লিখেন, গ্রীন লাইফ হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং কর্মচারীদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা উনাকে নিরাময় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে সব সম্মুখ সারির কর্মীদেরকে সালাম জানাই এবং তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই সেসব বিশাল হৃদয়ের মানুষদের যারা প্রার্থনা করেছেন। আমাদের জীবনের এই ভীষণ ভয়ঙ্কর অবস্থায় আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সত্যই আপনাদের সবার প্রতি ঋণী। আপনাদের সকলকে মঙ্গল করুন এবং সবাইকে নিরাপদ ও স্বাস্থ্যবান রাখুন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।