জুন ২, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
বিনোদন শিরোনাম

ফিরলেন সুমাইয়া শিমু

একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না। নিজের প্রতিষ্ঠা করা নারী উন্নয়নমূলক সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়েই এখন তার ব্যস্ততা বেশি। তবে ফুরসত পেলেই ক্যামেরার সামনে দাঁড়ান এ তারকা। অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরলেন শিমু।

ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ নাটক ‘লাইফলাইন’ দিয়ে কাজে ফিরেন তিনি। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান।

সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি আমি। বিশেষ করে দর্শক আমার অভিনীত নাটক যেভাবে দেখেছেন তাতে আমি সারা জীবন কৃতজ্ঞ। তাদের কথা বিবেচনায় রেখেই প্রায় তিন বছর পর অভিনয়ে ফেরা।’

১৯৯৮ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর নাটকে অভিষেক ঘটে। এরপর অসংখ্য খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

Similar Posts

error: Content is protected !!