জুন ২, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
রাজনীতি শিরোনাম

আ.লীগ নেতা নানক করোনা আক্রান্ত

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

৩ অক্টোবর, শনিবার ভোরে তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।’

এদিকে দেশবাসীকে উদ্দেশ করে নানক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯)-এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গেছি। বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার কারণে হোম কোয়ারেন্টাইনে আছি।’

‘আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি’ যোগ করেন তিনি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা শনাক্ত হয়।

দেশে গত ৮ মার্চ কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ জনে। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।

Similar Posts

error: Content is protected !!