জুন ২, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল‘২০২০ অনুষ্ঠিত

১৯৪৯ সালে রোজ গার্ডেনে যে অওয়ামী লীগের জন্ম, তার শাখা-প্রশাখা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। দেড় যুগ পূর্বে শেখ হাসিনার তত্বাবধানে ও অনুমোদনে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ যাত্রা শুরু হয়।

১৫ই নভেম্বর, রবিবার অরল্যানডোতে তার সফল কাউন্সিল সমপন্ন হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৪ মধ্যে বঙ্গঁবন্ধুর আদর্শের সৈনিকরা হল পূর্ণ করলে কাউন্সিল প্রস্তুতি কমিটির কনভেনর মাহবুবুর রহমান মিলনের উদ্বোধনী ভাষণের মধ্যদিয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্ম থেকে পাঠ, জাতীয় সংঙ্গীত ও বঙ্গঁবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর বিগত দিনের কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট প্রদান করেন মো. জসিমউদ্দিন।

কাউন্সিলরদের প্রানবন্ত আলোচনায় বিবেক খাটিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সেন্ট্রাল ফ্লোরিডাতে বাংলাদেশীদের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তুলতে বঙ্গঁবন্ধু ও দলের আদর্শ লালনে মেধা ও মননের সদ্ব্যবহারের মাধ্যমে বিনয় ও সংযম প্রদানের আহবান জানানো হয়। পাঁচ ঘন্টাব্যাপি আলোচনার পর কাউন্সিলারদের মতামত সাপেক্ষে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। মুহমুহ করহালির মাধ্যমে কাউন্সিলররা নতুন কমিটিকে স্বাগত জানায়। নতুন কমিটিতে আওয়ামী আদর্শের বিভিন্ন পেশাজীবি তথা এ্যাটর্নী এটর্নী, চিকিৎসক, ব্যারিস্টার, মুক্তিযাদ্ধা, মুক্তিযাদ্ধা প্রজন্ম ও ত্যাগী আ’লীগারদের মূল্যায়ন করা হয়।

উল্লেখযোগ্য সংখ্যক ডেলিগেটদের সাথে সেন্ট্রাল ফ্লোরিডার নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, সুধীজন, সামাজিক সংগঠনের কর্মকর্তারা অতিথি হিসাবে অনুষ্টানে যোগদান করেন। নতুন কমিটিতে মোয়াজেম ইকবাল সভাপতি , ফখরুল আহসান শেলী সাধারন সম্পাদক ও মো. জসিমউদ্দিন উদ্ধতন সহ সভাপতি নির্বাচিত হন।

নির্বাচিত নতুন কমিটির কর্মকর্তাগন হলেন
উপদেষ্টা মন্ডলী:
মাহবুবুর রহমান মিলন (সাবেক সভাপতি)
ড. সেজান মাহমুদ
ড. জিল্লুর রহমান খান
ডা. আতিকুজজামান
কুদরত মোহম্মদ (বীর মুক্তিযাদ্ধা )
নাছের আহম্মদ চৌধুরী (বীর মুক্তিযাদ্ধা )
সৈয়দ মনিরুল হক
এ কে এম হোসেন সোহেল
মো. তাহের মিয়া
কার্যনির্বাহী পরিষদ:

*সভাপতি: মোয়াজেম ইকবাল
*উদ্ধতন সহ-সভাপতি: জসিমউদ্দিন
*সহ- সভাপতি বৃন্দ :
ইলিয়াস ঠাকুর
এ কে এম রুমেল
আবিদ আমীর
শামসুস তোহা
এটর্নী জোবায়দা ইকবাল
শামসুর রহমান সামু
ইসতিয়াক বাবু
সৈয়দ এনাম
*সাধারন সম্পাদক : ফখরুল আহসান শেলী
*যুগ্ম-সাধারন সম্পাদক : মো. করিমুজজামান
টিটো বেপরী
*সম্পাদক বৃন্দ :
*সাংগঠনিক: মোহম্মদ নুর
মনিরুল ইসলাম মুনির
মেহেদী হাসান
*কোষাধক্ষ্য: মাইনুল হক
*অর্থ: মো. শাহেদ
*আইন: ব্যারিস্টার জামিল হোসেন
*কৃষি ও সমবায়: মো. সেলিম
*প্রবাসী কল্যান: মো. ছমির মিয়া
*তথ্য ও গবেষনা: সামা ই নুজুমা
*ত্রান ও সমাজকল্যাণ: ইউনুস হোসেন
*দফতর: নাইম চৌধুরী
সহ-দফতর: রেজা হোসেন
*ধর্ম: মো. ইকবাল
*প্রচার ও প্রকাশনা: কনক রেজা
*বন ও পরিবেশ: সাইফুল ইসলাম
*বিজ্ঞান ও প্রযুক্তি: ইকবাল আহমেদ
*মহিলা বিষয়ক: লিপি আক্তার
*মুক্তিযাদ্ধা বিষয়ক: আব্দুল ডাবলিউ মোল্লা খসরু
সহ-মুক্তিযাদ্ধা বিষয়ক: মোস্তফা মেহমুদ
*যুব ও ক্রীড়া: জিয়াদ রানা
*শিক্ষা: কাজী বাবুল
*শিল্প ও বানিজ্য: রফিকুল আলম
*সাংস্কৃতিক: পল্লী ইসলাম
*শিশু ,কিশোর ও মহিলা সাংকৃতিক: নবিনা রেজা
*স্বাস্হ্য: আইরিন আক্তার
প্রেস ও মিডিয়া: শাহজাহান কাজী
*আন্তরিক বিষয়ক: তাহের বাসু (ভিপি)

নির্বাহী সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে বলে জানানো হয় ।

Similar Posts

error: Content is protected !!