জুন ৭, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

যুক্তরাজ্যে প্রথম করোনার টিকা প্রয়োগ শুরু

করোনার মহামারির মধ্যে বিশ্বে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভাইরাস প্রতিরোধক টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু করেছে। মঙ্গলবার যুক্তরাজ্যে মার্গারেট কিনান নামের ৯০ বছর বয়সী এক নারী প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে করোনা মহামারি মোকাবিলায় এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছালো বিশ্ব। সিএনএন।

মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৬ টায় কনভেন্ট্রি ইউনির্ভাসিটি হাসপাতালে দেশটির প্রথম মানুষ হিসেবে তিনি এ টিকা গ্রহণ করেন। টিকার আনুমোদন দেয়ার এক সপ্তাহের মধ্যেই মানবদেহে তা প্রয়োগের কার্যক্রম শুরু হল। এক সপ্তাহ পরে ৯১ বছরে পদার্পণ করতে যাওয়া মার্গারেট কিনান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথম মানুষ হিসেবে টিকাটি গ্রহণ করতে পেরে সত্যিই আপ্লুত। জন্মদিনে যেসব প্রার্থনা করেছিলাম তার মধ্যে সবচেয়ে আগে এই প্রার্থনাটি পূর্ণ হলো।’ দেশটির হেল্থ সার্ভিসের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

হাসপাতালের এক নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার পাওয়ায় টিকাটি গ্রহণের সুযোগ পান তিনি। যুক্তরাজ্য ৪ কোটি টিকার অর্ডার দিয়েছে। তবে প্রথম পর্যায়ে ৮ লাখ ডোজ পাবে দেশটির নাগরিকরা। প্রতিজনকে টিকার দুটি ডোজ গ্রহণ করতে হবে। টিকা বিতরণে ৫০ হাসপাতাল ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতোমধ্যেই বিশ্বজুড়ে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ।

Similar Posts

error: Content is protected !!