জুন ২, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে বিধ্বস্ত হয় বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি থেকে বের হতে সক্ষম হন এর পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার শিকার ফ্রান্সের এই হিরোদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি।’

Similar Posts

error: Content is protected !!