জুন ২, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

কঙ্গোতে সন্ত্রাসী হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের একটি গাড়ির বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও ও তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পূর্ব কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন। এসময় তাদের গাড়ি বহরে হামলা হয়। এতে রাষ্ট্রদূতসহ এক পুলিশ সদস্য নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত সে সম্পর্কে কোনও কিছু জানা যায়নি। কেউ এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গভীর বেদনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় কঙ্গোর গোমা এলাকায় ইতালিয়ান রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও‘র এবং কারাবিনিয়েরির এক পুলিশ কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষ্যে একটি বহরে ভ্রমণ করছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, রাষ্ট্রদূত অ্যাটানসিও ২০১৭ সালে কঙ্গোতে ইতালির মিশন প্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়।

Similar Posts

error: Content is protected !!