জুন ৭, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

বাংলাকে বিক্রি করতে দেবো না: মমতা

মোদির সরকারকে উদ্দেশ করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে আমরা বিক্রি করতে দেবো না। বাংলা বাংলার কাছেই থাকবে। শনিবার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

মমতা বলেন, ওরা বহিরাগত কিছু গুণ্ডা নিয়ে এসেছে। এই ভোটটা নিছক একটা ভোট নয়, এই বিজেপি নিছক বিজেপি নয়, এরা রাবণের দল। এরা দস্যুদের দল, এরা দানবের দল। এরা স্বৈরাচারী, অত্যাচারী দল। এরা মা-বোনদের ওপরে অত্যাচার করার দল। ছাত্র যৌবনকে ধ্বংস করার দল। হিন্দু-মুসলিম, শিখ-খ্রিস্টানের মধ্যে দাঙ্গা বাঁধানোর দল।’

তিনি বলেন, বিজেপি গোটা ভারতবর্ষটাকেই বিক্রি করে দেবে! সেজন্য আপনাদের ভোটটা দয়া করে তৃণমূল প্রার্থী শৈলেন্দ্রনাথ মহাপাত্রকে দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, লুট-পাট, দাঙ্গা, মানুষ খুন বিজেপি-র তিনটি গুণ। তাই বিজেপি-কে যেন একটি ভোটও দিবেন না।

Similar Posts

error: Content is protected !!