মে ২৩, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় কমপক্ষে ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা আইসিস জঙ্গিগোষ্ঠীর আঞ্চলিক অঙ্গ সংগঠনের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সামরিক পোশাকে সজ্জিত জঙ্গিরা বোর্নো রাজ্যের মাইনোক শহরের সেনাঘাঁটিতে রোববার এই হামলা চালায়। এতে ৩৩ সেনা সদস্য নিহত হন। কয়েকঘণ্টার চেষ্টার পর সবশেষে দেশটির প্রতিরক্ষা বাহিনী সেনাদের উদ্ধারে বিমান হামলা শুরু করলে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়।

দেশটির একজন সামরিক মুখপাত্র বলছেন, তারা এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেবেন। তবে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, চলতি বছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনতার কারণে বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মাত্র এক মাস আগেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে ইসলামি উগ্রবাদীদের চারটি হামলায় ৩০ সেনা সদস্য প্রাণ হারান।

Similar Posts

error: Content is protected !!