জুন ৭, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আন্তর্জাতিক শিরোনাম

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে মেন্থলযুক্ত সিগারেট ও সিগার

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মেনথলের ঘ্রাণযুক্ত সিগারেট এবং মেনথলসহ যেকোনো ঘ্রাণযুক্ত সিগার নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার এক ঘোষণায় তারা এ কথা বলেছে।

আগামী বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। যার উদ্দেশ্য হলো এই দুটি পণ্য ব্যবহারের ফলে মানুষের যে পরিমাণ রোগ হয় এবং মারা যান তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, যুক্তরাষ্ট্রে প্রতিরোধ করা যায় এমন মৃত্যুর বড় কারণ ধূমপান। এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, মেন্থলযুক্ত সিগারেট এবং সব ঘ্রাণযুক্ত সিগার নিষিদ্ধ করলে বহু প্রাণ রক্ষা করা সম্ভব হবে।

বিশেষ করে, এই প্রাণঘাতী পণ্যের কারণে যারা অন্যায্যভাবে আক্রান্ত হন তাদেরকে রক্ষা করা সম্ভব। এফডিএর এই নিষেধাজ্ঞার মাধ্যমে তারুণ্যের সময়কার এমন নেশা কমিয়ে আনতে সহায়ক হবে। ধূমপানের নেশাকে কমিয়ে আনবে। বিভিন্ন ধর্মবর্ণের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি সমস্যার সমাধান দেবে।

Similar Posts

error: Content is protected !!