জুন ৬, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
আইন-আদালত শিরোনাম

সুপ্রিম কোর্টের সব রায় শিগগিরই বাংলায় দেয়া হবে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সব রায় শিগগিরই বাংলায় দেয়া হবে, সেজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘গত ডিসেম্বর থেকে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।’

শ্রদ্ধা নিবেদনের সময় সুপ্রিম কোর্টের আরও দুইজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী তার সঙ্গে ছিলেন।

Similar Posts

error: Content is protected !!