শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শুক্রবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক শাহীন রেজা নূর বেশ কিছু দিন ধরে কানাডায় বসবাস করছিলেন।
‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।
মাগুরার শালিখা থানার শরশুনা গ্রামে শাহীন রেজা নূরের জন্ম ১৯৫৪ সালের সেপ্টেম্বর।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাজাকার, আলবদর ও আল শাম্সদের সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনীর বুদ্ধিজীবী নিধনযজ্ঞের শিকার হন সিরাজুদ্দীন।