জুন ৪, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
গণমাধ্যম শিরোনাম

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আতিকুল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

Similar Posts

error: Content is protected !!