জুন ২, ২০২৩ ২:০৭ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
জাতীয় শিরোনাম

‘বর্তমান সরকার কাউকে রাজনীতি করতে দেয় না’

সংবিধানে রাজনীতি করার অধিকার দেয়া হয়েছে। তবে বর্তমান সরকার কাউকে রাজনীতি করতে দেয় না। তারা কাউকে মিছিল-মিটিং করতে দেয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশে ফয়জুল করিম বলেন, ইসলাম নিয়ে চক্রান্ত হলে আপনারা ফাঁদে পড়বেন। আমার বিশ্বাস, নিশ্চিতভাবে সরকারের বিরুদ্ধে আশপাশে কিছু লোক আছে। তারা চায় সরকার ও ইসলামের মধ্যে সংঘাত সৃষ্টি করে গদি থেকে নামিয়ে দিতে।

তিনি বলেন, সরকারের আশপাশে থাকা কিছু লোক সরকার ও ইসলামের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায়।

মাহফিল চালু করার অনুমতিসহ ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান ফয়জুল করিম।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন বছরের জন্য নুরুল ইসলাম আকরামকে সভাপতি ও শেখ মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি জেনারেল করে ঘোষিত কমিটিকে শপথ পাঠ করানো হয়। তাদের শপথ পাঠ করান বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Similar Posts

error: Content is protected !!