জুন ৭, ২০২৩ ৭:৪৭ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
জাতীয় শিরোনাম

হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন।

মামুনুলের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, মামুনুলকে গ্রেপ্তারের পর তেজগাঁওয়ে আমার ডিসি অফিসে আনা হয়েছে। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয় মামুনুলের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, মামুনুল রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করছিলেন। এজন্যই পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতায় উস্কানি দিচ্ছিলেন তিনি।

Similar Posts

error: Content is protected !!