জুন ২, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
জাতীয় শিরোনাম

‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের মান-মর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী সাংবাদিকদের মান-মর্যাদা ও সম্মান রক্ষার জন্য বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মান-মর্যাদা ও সম্মান রক্ষার জন্য বদ্ধপরিকর। আমি নিজে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। যাতে রোজিনা ইসলামের থানায় ও কারাগারে কোনো অসুবিধা না হয়। যাতে তিনি সর্বোচ্চ সম্মান পান এবং কোনো অন্যায়ের শিকার না হন।’

মন্ত্রী বলেন, ‘সরকারি বা যেকোনো প্রতিষ্ঠানে কিছু অপ্রকাশযোগ্য নথি থাকে, যেগুলো পাচার করা অন্যায়। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জেনেছি, রোজিনা ইসলাম এ ধরনের কিছু নথি নিয়ে যাচ্ছিলেন। তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া পুলিশও মামলাটি নিয়ে তদন্ত করছে। সব মিলিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মন্ত্রণালয়ের কারও দোষ আছে কি-না বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে যেকোনো তথ্য পেতে হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। সে আবেদনের প্রেক্ষিতে যদি মন্ত্রণালয়ে পাওয়া না যায়, তাহলে তথ্য কমিশনে আবেদন করা যায়। ২০১৪ সালে তথ্য কমিশন গঠিত হওয়ার পর ২০২০ সাল পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।’

রোজিনা ইসলামের বিষয়ে সাংবাদিকদের আবেগতাড়িত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো সরকারের ওপর আস্থা রাখুন। এক্ষেত্রে সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কিন্তু কেউ অন্যায় করলে, সেক্ষেত্রে যাতে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে নিশ্চয় সাংবাদিক সমাজ একমত থাকবে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সিইউজে সহ-সভাপতি অনিন্দ্য টিটু প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!