জুন ৭, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
রাজনীতি শিরোনাম

ঢাকা মহানগর হেফাজতের নেতৃত্বে জুনায়েদ-মামুনুল

জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে মুফতি মুহাম্মদ আজহার, প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, দফতর সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক গাজী ইয়াকুব, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং মুস্তাফিজুর রহমানকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে ২২ জন উপদেষ্টা, ২২ জন সহ-সভাপতি, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, আটজন সহ-সাংগঠনিক সম্পাদক, সাতজন সহ-প্রচার সম্পাদক, পাঁচজন সহ-অর্থ সম্পাদক, দুজন সহ-দফতর সম্পাদক, ১০ জন স্বেচ্ছাসেবা বিষয়ক সহ-সম্পাদক, ১১ জন সহ-আইন বিষয়ক সম্পাদক, চারজন তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক এবং ১৫ জন সদস্য রাখা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!