মে ৩০, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
রাজনীতি শিরোনাম

বিএনপির কেবলা লন্ডনে: ওবায়দুল কাদের

বিএনপির কেবলা এখন লন্ডনে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনকে খুশি করার জন্যই দলটির নেতারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে।

তিনি রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা-মেঘনা- যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন ও নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহনের দিবাস্বপ্ন অধরাই থেকে যাবে।

বিএনপির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসী বার্তা তোতাপাখির মতো পড়েন বিএনপি নেতারা। তাদের নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।

Similar Posts

error: Content is protected !!