জুন ১, ২০২৩ ৪:২১ পূর্বাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
প্রবাস শিরোনাম

সৌদিতে আগুনে ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন। সেখানকার প্রবাসীরা ধারণা করছেন, নিহতের সবাই চট্টগ্রামের বাসিন্দা হতে পারেন। তবে তারা অতিমাত্রায় দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মো. মহসীন হোসেন বলেন, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!