বিনোদন দুনিয়ার সঙ্গে সঙ্গে খেলাধূলাতেও দর্শকের মন ভরানোর চেষ্টা করে যাচ্ছে নাগরিক টিভি। বিশ্বকাপ ফুটবলের পর আবারও নাগরিক টিভি স্টেডিয়ামের রুদ্ধশ্বাস খেলাকে টেলিভিশনের ছোটপর্দায় নিয়ে আসছে। বছরের শুরুতেই নাগরিকের সঙ্গে দর্শকরা আবারও মেতে উঠবেন ক্রিকেট-আনন্দে।
বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইতিমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
শুরু হতে যাওয়া বাংলাদেশের হোম সিরিজটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। একই সঙ্গে সিরিজটি সম্প্রচার করবে টি-স্পোর্টসও।