জুন ২, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
খেলাধুলা শিরোনাম

আইসিসির মাস সেরা খেলোয়াড় মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ছেলেদের বিভাগে মে মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। আর মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

এবার বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তিনি গেল মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আইসিসির দেয়া বিবৃতিতে লক্ষণ বলেন, ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও তার রন তোলার ক্ষমতা কমেনি। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ছিলেন। ছিলেন ধারাবাহিক। দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলে দলকে ২-০ তে লিড এনে দেন।

এতে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় পায় বাংলাদেশ। উইকেটের পেছনে ও ব্যাট হাতে ফিটনেস ও স্কিল দিয়ে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি।

Similar Posts

error: Content is protected !!