দেশে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে গ্রাহকদের হাতে থাকা সচল হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আনা হবে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, যে সেটগুলো চালু আছে তাদের ইনকরপোরেট করে নেয়ার সুযোগ দেওয়া হবে। নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই নিবন্ধন হয়ে আসতে হবে। আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেয়া হবে। বিদ্যমান যে সেটগুলো গ্রাহকের হাতে থাকবে পরে সিদ্ধান্ত নেব যাতে সমস্যা না হয়। ১ জুলাই সব চালু সেট স্বয়ংক্রিয়ভাবে অপারেটরদের মাধ্যমে নিবন্ধন হয়ে যাবে।
১৬ জানুয়ারি প্রতিটি মোবাইল অপারেটর ম্যানুয়ালি বিটিআরসি’কে জানাবে নতুন কোন সেটগুলো তাদের নেটওয়ার্কে আছে। এগুলো ম্যানুয়ালি অননেট চেক করে পরবর্তী সাতদিনের মধ্যে বিটিআরসি জানাবে সেটটি বৈধ কি অবৈধ। বাকিগুলোর মধ্যে যেটা অপারেশন করে বন্ধ করা হবে, সেটি ১ জুলাই থেকে অনলাইন করা হবে।