মে ২৯, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ || শতাব্দীর দৃষ্টিকোণ
প্রযুক্তি শিরোনাম

এবার শুক্রে মিশনের প্রস্তুতি নাসার

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্রে মিশনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৮ ও ২০৩০ সালে ডাভিঞ্চি ও ভেরিটাস নামে দুটি মিশন পরিচালনার মাধ্যমে গ্রহটির পরিবেশ ও ভৌগলিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। ডাভিঞ্চি মিশনে গ্রহটির পরিবেশ সম্পর্কে বিশদ অনুসন্ধানের মাধ্যমে কীভাবে এটি গঠিত ও বিবর্তিত হয়েছে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হবে। শুক্রে কখনো সমুদ্র ছিল কিনা তাও অনুসন্ধান করা হবে এই মিশনে।

ভেরিটাস নামে দ্বিতীয় মিশনের মাধ্যমে শুক্রের পৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হবে। এর ফলে গ্রহটি ভৌগলিক ইতিহাস জানা সম্ভব হবে। এছাড়া কীভাবে এটি পৃথিবীর চেয়ে অনেক ভিন্নরকমভাবে বদলেছে সেই উত্তরও খুঁজবে ভেরিটাস। ভেরিটাস মিশনে রাডারের মাধ্যমে শুক্রের পৃষ্ঠের উচ্চতা যাচাই করা হবে এবং এখনও সেখানে আগ্নেয়গিরি রয়েছে কিনা ও ভূমিকম্পের মতো ঘটনা ঘটে কি না তা অনুসন্ধান করা হবে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, মিশন দুটি ৩০ বছরের বেশি সময়ের পর গ্রহটিতে আমাদের অনুসন্ধানের সুযোগ দেবে’। সর্বশেষ শুক্র গ্রহে ১৯৯০ সালে নাসা মিশন পরিচালনা করেছিল। তখন ম্যাগেলান নামে একটি মহাকাশযান পাঠানো হয়েছিল। নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘এই দুটি সিস্টার মিশনের লক্ষ্য হলো শুক্র কীভাবে একটি নরকের মতো গ্রহে পরিণত হলো তা বোঝার চেষ্টা করা।

সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এর পৃষ্ঠের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস যা সিসা গলিয়ে ফেলতে সক্ষম।

Similar Posts

error: Content is protected !!